শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ১২:১৪ ২০ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে দেশাত্মবোধক গানে গানে তার হত্যার বিচারের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মিউজিক এসোসিয়েশন। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খালি গলায় এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন, দপ্তর সম্পাদক জারিন তাসনিম পুষ্পসহ অন্য শিল্পীরা। এসময় তারা কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, আমরা দেখেছি জুলাই ও জুলাই পরবর্তী সময়ে এবং মুক্তিযুদ্ধের সময়ও গান আমাদের প্রতিবাদের অন্যরকম প্রতীকীমূলক একটি অনুপ্রেরণা জাগিয়েছে। সেই অনুপ্রেরণা থেকে আজকে আমরা এখানে এসেছি। শহীদ হাদী ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচারের জন্য আমরা এখানে এসেছি। আমরা আমাদের গানের মাধ্যমে এই রাষ্ট্রতন্ত্রকে জানাতে চাই যে, আমাদের এই স্বরূপ প্রতিবাদের মাধ্যমে রাষ্ট্র যেন দ্রুত এই হত্যার বিচার করে। শুধু এই হত্যা নয়, বরং বিভিন্ন জায়গায় যে হত্যা হচ্ছে, রাষ্ট্র যেন এই ব্যাপারগুলো দেখে, আমাদের পক্ষে কথা বলে এবং সামনের নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সবকিছু মিলিয়ে আমাদের আজকের আয়োজন।
তিনি আরও বলেন, আমাদের আয়োজন ছিলো শহীদ হাদী ভাইয়ের অনন্তকাল স্মরণ এবং এই হত্যার প্রতিবাদে গান ও কবিতা আবৃত্তি। আমরা এখানে নজরুলের কবিতাও আবৃত্তি করেছি। শিল্পী হিসেবে এটি আমাদের দায়িত্ব। অনন্তকাল স্মরণ বলতে দেশাত্মবোধক গান যেভাবে আমাদের মুক্তিযুদ্ধকে বয়ে বেরায়, চেতনাকে বয়ে বেরায়, ভিন্দেশীয় আধিপত্য বিস্তারকে বয়ে বেরায় সেভাবেই এই দেশাত্মবোধক গান হাদিকেও স্মরণ করিয়ে দেয়। আমাদের এই স্মরণের আয়োজনকে আমরা প্রতিবাদী কার্যক্রম বলছি।
