শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০৫:৫১ ১০ জানুয়ারী ২০২৬
সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামীমুর রহমান। বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। উদ্বোধনী মুহূর্তে কলেজজীবনের স্মৃতি ও আবেগে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের বিশেষ সম্মান জানানো হয়। একই সঙ্গে সব শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “বেগম খালেদা জিয়া অসাম্প্রদায়িক চেতনার যে পথ দেখিয়ে গেছেন, তা আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তাঁর রাজনৈতিক দর্শন ও দেশপ্রেম আমাদের সমাজকে আরও ঐক্যবদ্ধ করতে পারে।” তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য নাদিয়া নজরুল। বক্তব্যে তিনি উপস্থিত অতিথিদের আন্তরিক স্বাগত জানান এবং অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য ও বর্তমান কমিটির মেয়াদকালে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সদস্য ওবায়দুল রহমান অভি, সাবেক ভিপি বদিউর রহমান বদির, বিএনপি নেতা গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ ইলিয়াস হোসেন এবং সাভার সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ বদরুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কলেজ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
আলোচনা সভা শেষে অ্যালামনাই সদস্যদের পরিবারবর্গের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়। শিশু ও বড়দের জন্য নানা ধরনের খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনীর সফল ও আনন্দময় সমাপ্তি ঘটে।
