• শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচন : অধিকাংশ পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে

জকসু নির্বাচন : অধিকাংশ পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৪ ৭ জানুয়ারী ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এখন পর্যন্ত চারটি হলের ফল প্রকাশ করা হয়েছে, যেখানে শীর্ষ তিন পদসহ অধিকাংশ পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। প্রকাশিত চারটি কেন্দ্রের ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট।

জেনারেল সেক্রেটারি (জিএস) পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৪১৯ ভোট, আর ছাত্রদল প্যানেলের খাদিজাতুল কোবরা পেয়েছেন ২০৬ ভোট। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৪০৮ ভোট এবং ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ৩৩৮ ভোট পেয়েছেন।

এদিকে শীর্ষ তিন পদ ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর কয়েকটিতে ছাত্রদল সমর্থিত প্রার্থীরাও ভালো অবস্থানে আছেন।

উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে জকসু নির্বাচনের ভোট গণনা দীর্ঘ সময় স্থগিত ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও তা সম্পন্ন করা যায়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। তবে বুধবার সকাল ৭টা পর্যন্ত মাত্র চারটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনও ৩৫টি কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে।

এ পর্যন্ত ফল প্রকাশ হওয়া চারটি কেন্দ্র হলো—নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল ও ফার্মেসি।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/