তীব্র শীতের মধ্যেই বৃষ্টির আভাস!

তীব্র শীতের মধ্যেই বৃষ্টির আভাস!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯ ২৭ জানুয়ারী ২০২৫

ঢাকাসহ সারাদেশেই তীব্র শীতের দাপট অনুভূত হচ্ছে। বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সুখবর পাওয়া গেছে। আগামী বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। এর আগে, মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার অঞ্চলে রবিবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। শীতের এমন তীব্রতা মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে। তবে বুধবার থেকে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দেশের অন্যান্য অংশে তা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “রবিবারের মতো সোমবারও তাপমাত্রা একই রকম থাকতে পারে। তবে বুধবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। এরপর দেশের উত্তর-পূর্ব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, তিন দিন পর দেশের উত্তর-পূর্ব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

 

বিজ্ঞাপন