ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ইসকন সদস্য আটক! যা বললো ভারতীয় দূতাবাস

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ইসকন সদস্য আটক! যা বললো ভারতীয় দূতাবাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:০০ ১২ জানুয়ারী ২০২৬

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে ভাইরাল হয়েছে যে ইরানি পুলিশ ভারতীয় নাগরিক বা ISKCON সদস্যদের আটক করেছে। তবে রবিবার ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি এই খবরকে “ভুয়া” বলে উড়িয়ে দিয়েছেন।

মোহাম্মদ ফাতালি X (পূর্বে Twitter) অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন,
"কিছু বিদেশি X অ্যাকাউন্টে ইরানের উন্নয়ন সংক্রান্ত প্রচারিত খবর সম্পূর্ণ মিথ্যা। আমি সকল আগ্রহী ব্যক্তিদের অনুরোধ করছি নির্ভরযোগ্য সূত্র থেকে তাদের খবর সংগ্রহ করতে।"

এটি স্পষ্ট করে যে, ইরানের সরকারবিরোধী বিক্ষোভের সময় ভারতীয় নাগরিক বা ISKCON সদস্যদের আটক হওয়ার খবর ভিত্তিহীন।

যদিও এই মিথ্যা খবর ভাইরাল হয়েছে, তবে বাস্তবতা হলো ইরানে বিক্ষোভ এবং সরকারের কঠোর দমন কার্যক্রম চলছেই। মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, বিক্ষোভে বহু মানুষ আহত ও আটক হয়েছেন।

ভারত সরকারের পক্ষ থেকেও ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) জানিয়েছে, ভারতীয় নাগরিকরা অপ্রয়োজনীয়ভাবে ইরানে ভ্রমণ এড়িয়ে চলুন এবং যেখানে আছেন, সেখানকার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকুন।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/