ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে নিজেকে তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে নিজেকে তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:৪১ ১২ জানুয়ারী ২০২৬

আন্তর্জাতিক রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে নিজেকে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি, যা ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক, কৌতূহল ও রাজনৈতিক জল্পনা।

সোমবার (১২ জানুয়ারি) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ডিজিটাল ছবি পোস্ট করেন। ছবিটিতে দেখা যায়, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা হয়েছে। দৃশ্যত এটি অনলাইন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার একটি সম্পাদিত বা পরিবর্তিত অংশ, যেখানে ২০২৬ সালের জানুয়ারি থেকে তাকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে। ছবিটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

ওই ডিজিটাল ছবিতে ট্রাম্পের রাজনৈতিক পরিচয়ও তুলে ধরা হয়েছে। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সর্বশেষ ২০ জানুয়ারি ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন বলেও লেখা রয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক রসিকতা হিসেবে দেখলেও বিশ্লেষকদের মতে, এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করছে।

এই ছবি সামনে আসার সময় ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে লাতিন আমেরিকা ও বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

মাদুরো অপসারিত হওয়ার পর ভেনেজুয়েলার সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী দেশটির সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করায়। তবে যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়াকে স্বীকৃতি দেয়নি বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, নিকোলাস মাদুরোকে মার্কিন ফেডারেল আদালতে মাদক পাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এই বিচার প্রক্রিয়াকে কেন্দ্র করে ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জটিল আকার ধারণ করেছে।

এর আগেও সামরিক অভিযানের পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ভেনেজুয়েলাকে সাময়িকভাবে মার্কিন নিয়ন্ত্রণে রাখা হবে। সে সময় তিনি বলেছিলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই দেশটির প্রশাসনিক দায়িত্ব পালন করবে। সেই বক্তব্যের ধারাবাহিকতাতেই অনেকে ট্রাম্পের এই সাম্প্রতিক পোস্টকে দেখছেন।

সব মিলিয়ে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ পরিচয়ে ট্রাম্পের শেয়ার করা এই ছবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভেনেজুয়েলা সংকটকে আরও গভীর ও জটিল করে তুলতে পারে, যার প্রভাব আগামী দিনে বৈশ্বিক রাজনীতিতেও পড়তে পারে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/