সামরিক হুমকির পর সুর নরম? ‘আলোচনায় বসতে চায় ইরান’—ট্রাম্পের দাবি

সামরিক হুমকির পর সুর নরম? ‘আলোচনায় বসতে চায় ইরান’—ট্রাম্পের দাবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৪২ ১২ জানুয়ারী ২০২৬

সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকির প্রেক্ষাপটে ইরানের নেতৃত্ব এখন আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং একটি বৈঠকের আয়োজনের কথাও উঠেছে। ট্রাম্পের ভাষায়, “ইরানের নেতারা ফোন করেছেন। তারা আলোচনা করতে চায়।”

তবে আলোচনার আগেই যুক্তরাষ্ট্রকে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে—এমন সতর্কবার্তাও দেন ট্রাম্প। তিনি বলেন, বৈঠকের আগে পরিস্থিতির কারণে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন হতে পারে। একই সঙ্গে ইরানি নেতৃত্বের সমালোচনা করে ট্রাম্প মন্তব্য করেন, ইরানে এমন কিছু মানুষকে হত্যা করা হচ্ছে, যাদের হত্যা করা উচিত নয়। তিনি ইরানের শাসকদের ‘হিংসাত্মক’ আখ্যা দিয়ে বলেন, তারা প্রকৃত অর্থে নেতা নাকি সহিংসতার মাধ্যমেই দেশ শাসন করছে, তা নিয়েই সন্দেহ রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি, বেকারত্ব ও সামগ্রিক অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে ইরানের বিভিন্ন বড় শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করে রাজপথে অবস্থান নিয়েছেন, যা দেশটির জন্য এক গভীর রাজনৈতিক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

এই পরিস্থিতিতে গত কয়েক দিনে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে ‘হস্তক্ষেপের’ হুমকি দিয়েছেন। তিনি ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ না করার জন্য সতর্ক করেন এবং জানান, যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত। শনিবারও ট্রাম্প একই সুরে কথা বলেন, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে।

সব মিলিয়ে, একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে আলোচনার ইঙ্গিত—এই দুই বিপরীত বার্তা আন্তর্জাতিক অঙ্গনে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এখন দেখার বিষয়, সত্যিই কি আলোচনার টেবিলে বসবে দুই পক্ষ, নাকি পরিস্থিতি আরও সংঘাতের দিকে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/