সাদিক কায়েমের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: দাবি পূরণ না হলে তিন উপদেষ্টার পদত্যাগ আন্দোলন

সাদিক কায়েমের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: দাবি পূরণ না হলে তিন উপদেষ্টার পদত্যাগ আন্দোলন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:১৭ ১৫ ডিসেম্বর ২০২৫

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সাদিক কায়েম বলেন, অনতিবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়ার সময় সাদিক কায়েমের পাশে স্বরাষ্ট্র উপদেষ্টাকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় তাঁকে কিছুটা বিব্রত বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় সাদিক কায়েম তিনটি দাবি পাঠ করে শোনান। প্রথম দাবিতে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব অর্গানকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে এবং জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য হিসেবে উপস্থাপন করেছে, সেই তথাকথিত ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে সম্পূর্ণ বয়কটের দাবি জানান তিনি।

দ্বিতীয় দাবিতে ডাকসু ভিপি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। সংগঠনটির বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তৃতীয় দাবিতে সাদিক কায়েম বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি জানান তিনি। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/