মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ | ২৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৪:৩৩ ২৯ মে ২০২৫
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রামে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় বাড়ছে উদ্বেগ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। এতে ঘরবাড়ি ও ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে হাটহাজারী উপজেলার মেখল, বাদামতল, কামদর আলী ও চৌধুরীহাটসহ কয়েকটি এলাকায় সড়ক তলিয়ে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামের বঙ্গোপসাগরবেষ্টিত সন্দ্বীপ উপজেলা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমুদ্র উত্তাল থাকায় বৃহস্পতিবার দিনের শুরুতেই সন্দ্বীপগামী সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। উপজেলাজুড়ে সমুদ্রের পানি বেড়িবাঁধ ছুঁয়ে প্রবাহিত হওয়ায় উপকূলবাসীর মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় স্থানীয়রা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপপরিচালক মো. কামরুজ্জামান জানিয়েছেন, “সন্দ্বীপ রুটে আপাতত নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করছে। এটি আজ সন্ধ্যার মধ্যে উপকূল পেরিয়ে যেতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অমাবস্যা এবং নিম্নচাপের সম্মিলিত প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরা, সন্দ্বীপসহ উপকূলবর্তী ১৬টি জেলা এবং তৎসংলগ্ন দ্বীপ ও চরগুলো ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার ব্যাসার্ধে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার এবং দমকা হাওয়ার আকারে তা ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সমুদ্র অতিশয় উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বিজ্ঞাপন