মঙ্গলবার , ০২ সেপ্টেম্বর, ২০২৫ | ১৮ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:৪৫ ২ সেপ্টেম্বর ২০২৫
লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর বুড়িমারি এক্সপ্রেস (৮১০) বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। এতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার পর থেকে টঙ্গী হয়ে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ের ঢাকা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিমানবন্দর ক্রস সেকশনের কাছে ট্রেনটির ‘ডি’ কোচ হঠাৎ লাইনচ্যুত হয়। এ সময় কোচের সঙ্গে থাকা একটি বাফারও ভেঙে মাটিতে পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ১২টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
সূত্র আরও জানায়, এই দুর্ঘটনায় আপাতত ডাউন লাইন (ঢাকামুখী) বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে আপ লাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল সীমিত আকারে চালানো হচ্ছে। ফলে ট্রেন চলাচলে বিলম্ব ও ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেলওয়ে কর্মকর্তারা মনে করছেন, কোচ উদ্ধারের পাশাপাশি লাইন মেরামতের কাজ শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে।
বিজ্ঞাপন