হামজা চৌধুরি বাদ, জাতীয় দল কীভাবে খেলবে?

হামজা চৌধুরি বাদ, জাতীয় দল কীভাবে খেলবে?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০৩ ২ সেপ্টেম্বর ২০২৫

সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন না মিডফিল্ড তারকা হামজা চৌধুরি। আজ (মঙ্গলবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে।

জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, “শেষ ম্যাচে হামজার পায়ে কিছুটা ব্যথা পেয়েছেন। এছাড়া ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির ম্যাচ রয়েছে। ক্লাবের সূচি ও সুস্থতা বিবেচনায় তিনি সেপ্টেম্বরে নেপালে খেলবেন না। বিষয়টি তার এজেন্ট আমাদের জানিয়েছে।”

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও বিষয়টি নিশ্চিত করেছেন। ফিফা উইন্ডো অনুযায়ী ৪ সেপ্টেম্বরের মধ্যে কাঠমান্ডু পৌঁছানো প্রয়োজন হলেও ক্লাব ও এজেন্টের স্বার্থ বিবেচনায় ফেডারেশন কিছুটা নমনীয় ছিল।

গত শুক্রবার ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির সঙ্গে ম্যাচে ২-০ গোলে জয় সত্ত্বেও পায়ে আঘাতের কারণে হামজা মাঠ ছাড়তে বাধ্য হন। সংঘর্ষের পর কিছু সময় খুড়িয়ে হাঁটার পর তিনি বদলি হন।

ফেডারেশন আশা করছে, ভবিষ্যতের বড় ম্যাচে হামজার সুস্থ অংশগ্রহণ নিশ্চিত হবে, যদিও নেপাল সফরে তার অনুপস্থিতি জাতীয় দলের জন্য ধাক্কা হিসেবে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন