চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরার ভবিষ্যৎ অনিশ্চিত!

চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরার ভবিষ্যৎ অনিশ্চিত!

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৭ ১১ ফেব্রুয়ারী ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পেসার যশপ্রীত বুমরাকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দল চূড়ান্ত করার সময় ঘনিয়ে আসলেও, বিসিসিআই এখনও চোটের কারণে বুমরার উপস্থিতি নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আজই আইসিসির কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ দিন, কিন্তু বুমরার অবস্থা এখনও স্পষ্ট নয়।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বুমরার পিঠের স্ক্যান সম্প্রতি করা হয়েছে, আর বিসিসিআইয়ের চিকিৎসক দলের সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও, ভারতীয় দল এখনও বুমরাকে প্রাথমিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য রেখেছে।

চ্যাম্পিয়নস ট্রফির আগের শেষ সিরিজটি ইংল্যান্ডের বিপক্ষে, যেখানে ইতিমধ্যেই ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ সম্পন্ন হয়েছে। তবে বুমরা যদি দলে না থাকেন, তাহলে কপাল খুলতে পারে আরেক পেসার হর্ষিত রানার, যিনি প্রথম দুটি ম্যাচে মাঠে নামেন।

১২ ফেব্রুয়ারি হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ, যা আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বুমরার। কিন্তু ১৮ জানুয়ারির দল ঘোষণার পর বুমরা বেঙ্গালুরুতে চিকিৎসা করানোর জন্য যান। এই কারণে তার না থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে।

তবে জানুয়ারির শুরুতে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বুমরা পিঠে চোট পান এবং এরপর আর বোলিং করেননি। বর্তমানে তার পিঠে ব্যথা আছে, যা থেকে পুরোপুরি সুস্থ হতে অন্তত পাঁচ সপ্তাহ সময় লাগবে।

বুমরার না থাকার পরিস্থিতিতে ভারতীয় দলের অন্য পেসার হর্ষিত রানার সুযোগ পাওয়া সম্ভাবনা রয়েছে। তবে, চ্যাম্পিয়নস ট্রফিতে যদি বুমরার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়, তবে তাকে দলে রেখে দেওয়া হতে পারে। তবে, সেক্ষেত্রে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে দল পরিবর্তন করতে হলে টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হবে।

ভারতের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হবে ২০ জানুয়ারি বাংলাদেশর বিপক্ষে দুবাইয়ে। এছাড়া, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচও দুবাইয়ে অনুষ্ঠিত হবে।
 

বিজ্ঞাপন