শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:৩৯ ৫ সেপ্টেম্বর ২০২৪
নতুন এই শুরুর আগে আর্জেন্টিনা কোচ স্কালোনিকে দিতে হচ্ছে একটি প্রশ্নের উত্তর—মেসি ও দি মারিয়ার অনপুস্থিতিতে তাঁদের ১০ ও ১১ নম্বর জার্সি পরবেন কে কে? এই প্রশ্নের মাধ্যমে আসলে এটাই জানার চেষ্টা হচ্ছে যে আর্জেন্টিনা দলে মেসি ও দি মারিয়ার উত্তরসূরি আপাতত কোন দুজনকে ভাবা হচ্ছে।
নতুন শুরু—লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলের ক্ষেত্রে এমনটা বলাই যায়। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।
শুধুই তো আরেকটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ, এ ছাড়া বাছাইপর্বে আর্জেন্টিনার অবস্থাও বেশ ভালো। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষেই আছে স্কালোনির দল। তাহলে নতুন শুরু বলা হচ্ছে কেন?
এ ম্যাচে যে আর্জেন্টিনা দলে নেই অধিনায়ক লিওনেল মেসি ও অন্যতম সেরা তারকা আনহেল দি মারিয়া। দি মারিয়া কোপা আমেরিকার ফাইনাল জিতেই আগের ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। আর মেসি খেলছেন না চোটের কারণে। তবে মেসি আবার কবে আর্জেন্টিনার জার্সিতে খেলতে পারবেন, তার ঠিক নেই। সেদিক থেকে স্কালোনির আর্জেন্টিনা দলের জন্য চিলির বিপক্ষে ম্যাচটিকে ধরা হচ্ছে নতুন শুরু হিসেবে।
বিজ্ঞাপন