১৩ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার!

১৩ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় অস্ট্রেলিয়ার!

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৩ ৯ ফেব্রুয়ারী ২০২৫

১৩ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে শ্রীলঙ্কায় সিরিজ জিতেছিল অজিরা। এরপর চলতি বছর দুই ম্যাচ সিরিজের দুটোতেই জয় তুলে নিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলো স্টিভ স্মিথের দল।

এর আগে ১৩ বছরে মাত্র দুইবার লঙ্কা সফরে এসেছিল অস্ট্রেলিয়া। ২০১৬ সালে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় তারা, আর ২০২২ সালে সিরিজ ড্র করে ১-১ ব্যবধানে। তবে এবার প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়, আর দ্বিতীয় টেস্টে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নিলো তারা।

গলের শেষ টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা তোলে ২৫৭ রান। জবাবে অস্ট্রেলিয়া তোলে ৪১৪ রান, যেখানে সেঞ্চুরি করেন অধিনায়ক স্টিভ স্মিথ ও উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। এরপর লঙ্কানরা গুটিয়ে যায় মাত্র ২৩১ রানে।

শ্রীলঙ্কার ৪০ উইকেটের মধ্যে ৩০টিই শিকার করেন দুই অজি স্পিনার— ম্যাথু কুনেম্যান ১৬টি ও নাথান লায়ন ১৪টি। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া স্টিভ স্মিথ ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করার পাশাপাশি গড়েছেন নতুন ইতিহাস। প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টেস্টে ২০০ ক্যাচের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এই ঐতিহাসিক জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ১৩ বছর পর লঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেল অজিরা!
 

বিজ্ঞাপন