সাভারে ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগে ব্যাপক সাড়া

সাভারে ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগে ব্যাপক সাড়া

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:

প্রকাশিত: ০৬:৫৩ ১৫ নভেম্বর ২০২৫

সাভারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি চালিয়েছে সাভার থানা ছাত্রদল। একই সঙ্গে ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

শনিবার ঢাকা–আরিচা সড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু হয়। নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার। প্রচারণার কাফেলা সাভার বাসস্ট্যান্ড হয়ে চাঁপাইন এলাকায় পৌঁছালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে প্রচারণার কার্যক্রম শেষ হয়।

গণসংযোগ চলাকালে ছাত্রদল নেতারা ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ৩১ দফার মূল ভাবনা তুলে ধরেন। তারা বলেন,
“রাষ্ট্র মেরামতের এ আন্দোলন রাজনৈতিক কোনো দলের স্বার্থে নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।”

সমাবেশে সুজন সিকদার বলেন,
“নবীন-প্রবীণ মিলেমিশে ভোট দিব ধানের শীষে— এটাই আমাদের অঙ্গীকার। দেশ বাঁচাতে এবং ভঙ্গুর রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। ধানের শীষই পারে সেই পথ দেখাতে।”

তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই কাঠামোগত পরিবর্তন ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়।

প্রচারণা চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বিজয়ের জন্য সবার কাছে ভোট চান। এলাকাজুড়ে প্রচারণাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের উপস্থিতি ও সাড়া ছিল উল্লেখযোগ্য।

ছাত্রদল নেতাদের প্রত্যয়—
“জনগণের সাথে থেকেই পরিবর্তনের আলো জ্বালাবে ধানের শীষ।”

বিজ্ঞাপন

https://moreshopbd.com/