তেঁতুলিয়া-উত্তরবঙ্গের নতুন ‘প্রকৃতি রাজধানী’

তেঁতুলিয়া-উত্তরবঙ্গের নতুন ‘প্রকৃতি রাজধানী’

খাদেমুল ইসলাম- পঞ্চগড় প্রতিনিধি
খাদেমুল ইসলাম- পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৯ ১৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একের পর এক নতুন পর্যটন আকর্ষণ গড়ে উঠছে। এরই মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে তেঁতুলিয়া সদর ও শালবাহান ইউনিয়নের সীমানায় অবস্থিত কুমারটুল এলাকার নোম্যানস ল্যান্ড, যা এখন পর্যটকদের কাছে পরিচিত হচ্ছে ‘ছোট্ট ভারত’ নামে। সীমান্ত ঘেঁষা এই এলাকাটিকে ঘিরে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশের শান্ত, সবুজ গ্রামীণ প্রকৃতি আর অপর পাশে ভারতের বিস্তীর্ণ চা-বাগান ও কাঁটাতারের সারি—এই দুয়ের মিলনে জায়গাটি পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের ভিড়ে মুখর থাকে এ এলাকা। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় আরও জনপ্রিয় হয়ে উঠছে এটি।

সরেজমিনে দেখা গেছে, ৪৩৬ নম্বর সীমান্ত পিলারের পাশে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন, ভিডিও করছেন এবং নিরাপদ দূরত্ব থেকে ভারতের চা-বাগানের সৌন্দর্য উপভোগ করছেন। হেমন্তের নরম আলোতে সীমান্তের প্রকৃতি আরও মোহনীয় হয়ে ওঠায় সকালে ও বিকেলে এখানে ভিড় থাকে সবচেয়ে বেশি। ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা নুসরাত জাহান জানান, তাঁরা মূলত কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছিলেন, কিন্তু এই সীমান্ত না দেখলে যেন ভ্রমণটা অসম্পূর্ণ থাকত। রাজশাহী থেকে আসা মঞ্জুরুল ইসলাম সোহেল বলেন, সীমান্তের এত কাছে দাঁড়িয়ে থাকা ও ভারতের চা-বাগান দেখা তাঁর কাছে এক নতুন অভিজ্ঞতা। বগুড়া থেকে বাইকে আসা পর্যটক অরজুন রায়ের মতে, জায়গাটি অন্যরকম শান্ত ও মনোরম, তাই সহযাত্রীদের নিয়ে ছবি তোলার আনন্দও অন্যরকম।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ‘ছোট্ট ভারত’ এখন ফটোগ্রাফার, ভ্রমণব্লগার ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অন্যতম প্রিয় স্পট। প্রতিদিনই এখানে ছবি তোলার জন্য অসংখ্য মানুষ আসছেন। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, তেঁতুলিয়ায় পর্যটকের আগমন বাড়ছে, এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত তৎপর রয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তায় বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, পর্যটনের দিক থেকে তেঁতুলিয়া সবসময়ই গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে খালি চোখে দেখা যায় বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। রয়েছে বাংলাবান্ধা জিরো পয়েন্ট, সমতলের বিস্তীর্ণ চা-বাগান, তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদীসহ অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এসবের সঙ্গে নতুন সংযোজন হয়েছে সীমান্তবর্তী কুমারটুল এলাকার এই ‘ছোট্ট ভারত’, যা তেঁতুলিয়ার পর্যটনকে আরও সমৃদ্ধ করছে এবং উত্তরবঙ্গের প্রকৃতিপ্রেমীদের কাছে তেঁতুলিয়াকে নতুনভাবে পরিচিত করে তুলছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/