প্রেস ক্লাবের পদে রাজনৈতিক নেতারা থাকতে পারবেন না: সারজিস আলমের মন্তব্য

প্রেস ক্লাবের পদে রাজনৈতিক নেতারা থাকতে পারবেন না: সারজিস আলমের মন্তব্য

খাদেমুল ইসলাম- পঞ্চগড় প্রতিনিধি
খাদেমুল ইসলাম- পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ০৬:৪৬ ১৫ নভেম্বর ২০২৫

কোনো রাজনৈতিক দলের পদধারী ব্যক্তি প্রেস ক্লাবের কোনো নেতৃত্বস্থানে থাকতে পারবেন না বলে কঠোর মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরেন।

সারজিস আলম তার পোস্টে বলেন, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটির কোনো পদেই কোনো রাজনৈতিক দলের বর্তমান পদধারী ব্যক্তি থাকতে পারবেন না। তার মতে, সাংবাদিকতার পবিত্রতা ও নিরপেক্ষতা রক্ষার স্বার্থে এটি বাধ্যতামূলক হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, একই নীতিতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সব প্রেস ক্লাবের কমিটিও গঠন হওয়া উচিত।

এনসিপির এই মুখ্য সংগঠক সতর্ক করে বলেন, রাজনৈতিক পদধারী নেতারা যদি প্রেস ক্লাবের নেতৃত্বে থাকেন, তাহলে সাংবাদিকতার নামে দলীয় প্রভাব, পক্ষপাতমূলক আচরণ এবং অপসংবাদিকতার দৃষ্টান্ত তৈরি হবে। যা প্রকৃত পেশাদার সাংবাদিকদের মর্যাদা ও স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে।

তিনি আরও লিখেছেন, যারা নিজেকে সাংবাদিক পরিচয়ের আগে নির্দিষ্ট রাজনৈতিক দলের পদধারী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা কখনোই প্রকৃত সাংবাদিকদের প্রতিনিধিত্ব করতে পারেন না। এ ধরনের ব্যক্তিরা সাংবাদিকতার আদর্শ ও পেশাগত নীতিমালাকে কলুষিত করেন বলে তিনি অভিযোগ করেন।

সারজিস আলমের এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টিকে সাংবাদিক সমাজের পেশাগত শুদ্ধতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। অন্যদিকে কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য বলেও সমালোচনা করছেন।

সার্বিকভাবে, তার মন্তব্য সাংবাদিকতা ও রাজনীতির সম্পর্ক নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/