মারধর করে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ায় গ্রেপ্তার ঢাবির ২ ছাত্রলীগ নেতা

মারধর করে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ায় গ্রেপ্তার ঢাবির ২ ছাত্রলীগ নেতা

মোরনিউজ ডেস্ক
মোরনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৯ ২৬ মে ২০২৪

পূর্ব পরিচয়ের সূত্রে ব্যবসায়ীকে মারধর করে ১ লাখ ৭৫ হাজার টাকা জোরপূর্বক হাতিয়ে নেওয়ার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালত তাদের জামিন দেন।

এই দুই নেতা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও ফলিত রসায়ন কেমিকৌশল বিভাগের ছাত্র নাফিস ফুয়াদ। তিনি ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী হিসেবে পরিচিত। আরেকজন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের পরিবেশ সম্পাদক মাহিদুর রহমান বাঁধন। বাঁধন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।


মামলায় উল্লেখিত আসামিরা হলেন- নিশান, রাসেল মিয়া এবং রাফি। তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। অন্যদিকে ঢাবির এই দুই নেতাকে অজ্ঞাতনামা হিসেবে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. রুবেল নামে এক ব্যবসায়ীকে পূর্ব পরিচয়ের সূত্রে নিশান শাহবাগে ডেকে নেন। সেখানে পৌঁছালে অভিযুক্ত সবাই মোটরসাইকেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের নির্জন স্থানে নেন। সেখানে বাঁশ-লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। এসময় তার মোবাইল ফোনের মাধ্যমে সিটি ব্যাংকের অ্যাপস থেকে ৫০ হাজার টাকা বিকাশের নিয়ে দেন। এরপর নগদ অ্যাকাউন্ট থেকে আরও ৫০ হাজার টাকা ট্রান্সফার করে।
এ ছাড়াও রকেট অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা, পরবর্তী এটিএম কার্ড থেকে টিএসসি জনতা ব্যাংকের বুথ থেকে আরও ৫০ হাজার টাকা এবং মানিব্যাগ থেকে ৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেন আসামিরা।

বিজ্ঞাপন