বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ | ২৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:২২ ১০ সেপ্টেম্বর ২০২৫
হিন্দ রজব মাত্র ছয় বছর বয়সে জীবনের অগণিত স্বপ্ন নিয়ে বেঁচে থাকার আকুতি জানিয়েছিল। কিন্তু গত বছর ইসরায়েলি সৈন্যদের হামলায় সে বাঁচতে পারেনি। তার ভয়ঙ্কর ও আকুতিময় কণ্ঠের রেকর্ডিং আজ বিশ্বজুড়ে মানুষের হৃদয় স্পর্শ করছে।
চলতি বছর হিন্দকে কেন্দ্র করে তিনটি সিনেমা নির্মিত হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও গ্র্যান্ড জুরি পুরস্কার পাওয়া এই সিনেমায় শিশুটিকে কোনো ফ্রেমে দেখা যায়নি; পুরো সিনেমা জুড়ে কেবল তার ভয়াবহ অভিজ্ঞতার মুহূর্তগুলোকে ধারণ করেছে অডিওর মাধ্যমে।
সিনেমার মূল দৃশ্যটি ঘটে, যখন হিন্দ এবং তার ১৫ বছর বয়সী চাচাতো বোন লিয়ান গাড়িতে আটকা পড়ে। গাড়িটি ইসরায়েলি ট্যাংকের হামলার মুখে পড়ে। শিশুটি ভয়ে ফোন করে উদ্ধারকারীদের আকুতি জানায়, কিন্তু গোলাগুলির কারণে বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়। রেড ক্রিসেন্টের সদস্যরা তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত হিন্দ বাঁচতে পারেনি।
১২ দিন পর তার লাশ উদ্ধার করা হয়। এই নৃশংস ঘটনার অডিও রেকর্ডিং থেকে নির্মিত সিনেমা শুধু হিন্দকে ফিরিয়ে আনতে পারবে না, তবে তার কণ্ঠস্বরকে সীমানা পেরিয়ে পৃথিবীর সব মানুষকে ন্যায়বিচারের আহ্বান জানাবে।
পরিচালক কাওথের বেন হানিয়া বলেন, “সিনেমা হিন্দকে ফিরিয়ে আনতে পারবে না, তবে তার কণ্ঠকে ধরে রাখবে এবং প্রতিধ্বনি ছড়িয়ে দেবে যতক্ষণ না ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।”
বিজ্ঞাপন