বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ | ২৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:৪৭ ১০ সেপ্টেম্বর ২০২৫
গত বছরের শেষদিকে আলোচনায় আসে একটি বহুল আলোচিত সংবাদ, যেখানে টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবিরসহ সংগীতশিল্পী সুনিধি নায়েকের নাম জড়িয়ে দেওয়া হয়। অভিযোগ ছিল, তাঁরা নাকি একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করতেন। তবে সেই সময় পুরো বিষয়টি নিয়ে একেবারে নীরব ছিলেন সাফা কবির। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও আড়ালে চলে যান তিনি।
দীর্ঘ আট মাস পর অবশেষে অভিযোগের বিষয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নিয়ে তিনি জীবনের নানা দিকের পাশাপাশি আলোচিত এ ঘটনাও তুলে ধরেন।
সাফা বলেন, “নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়ে গিয়েছিলাম। শুধু ভাবছিলাম, আসলে কী হচ্ছে! তিন–চারজন মিডিয়ার মেয়েকে নিয়ে এমন একটি খবর প্রকাশ করা হলো, অথচ কেউ একবারও ভাবল না, এভাবে সংবাদ প্রকাশ করলে আমাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে। আমার ক্যারিয়ার তখনই ক্ষতির মুখে পড়ে।”
তিনি জানান, মিথ্যা সংবাদের প্রভাব পড়েছিল তাঁর কর্মজীবনে। সংবাদ প্রকাশের মাত্র তিন দিনের মাথায় একটি বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যায়। সহকর্মীরাও বিতর্ক এড়াতে তাঁর সঙ্গে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন। সাফার ভাষায়, “আমার কাছে প্রমাণ করার কিছু ছিল না। শুধু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি।”
অভিযোগের কারণে মানসিক ও পেশাগতভাবে বিপর্যস্ত হলেও শোবিজ অঙ্গনের কিছু বন্ধুর সহযোগিতা তাঁকে শক্তি জুগিয়েছে। সাফা জানান, তৌসিফ মাহবুব, জোভান ও সিয়াম সে সময় তাঁর পাশে ছিলেন। “অনেকেই বলেন, মিডিয়ার মানুষ নাকি প্রকৃত বন্ধু হয় না। কিন্তু আমি ভাগ্যবান যে সত্যিকারের বন্ধুত্ব পেয়েছি,” বলেন তিনি।
প্রসঙ্গত, সাফা কবির মনে করেন, প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে দেওয়া অনৈতিক ও ক্ষতিকর। তাঁর মতে, “আমরা অনেক সময় হুজুগে কিছু করে ফেলি। কিন্তু ভেবে দেখি না, তাতে কারও জীবনে কী ধরনের প্রভাব পড়তে পারে। পরিবার, ক্যারিয়ার—সবকিছুই এভাবে ধ্বংস হয়ে যেতে পারে। তাই যেকোনো খবর প্রকাশের আগে দায়িত্বশীল আচরণ জরুরি।”
বিজ্ঞাপন