
দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস, মাদ্রাসা শিক্ষকসহ কারাগারে ২
চলতি দাখিল পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁসের অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষক এবং এক আলিম শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় জেলা আদালতের তোলা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

