২০২৬ বিশ্বকাপে নতুন চমক: ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে!

২০২৬ বিশ্বকাপে নতুন চমক: ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯ ১০ সেপ্টেম্বর ২০২৫

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেট বিশ্ব সম্ভাবনা করছে, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

২০টি দলের এই আসরে ফাইনাল হবে আহমেদাবাদে বা কলম্বোতে। পাকিস্তান ফাইনালে উঠলে হবে কলম্বোতে, নইলে আহমেদাবাদে। ভারত ও পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের কারণে একে অপরের দেশে খেলছে না।

এরই মধ্যে ১৫টি দল নিশ্চিত—ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি। ইতালি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। বাকি ৫টি দল আসবে বাছাইপর্ব থেকে।

২০২৬ বিশ্বকাপের ফরম্যাট ২০২৪ সালের মতো থাকবে। ২০ দল চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইটের জন্য উন্নীত হবে। সুপার এইটের প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে।

প্রথম চার মাসে ভারত আয়োজন করবে আরও বড় ক্রিকেট আসর। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে হতে পারে মেয়েদের আইপিএল, তারপর টি-২০ বিশ্বকাপ, এবং ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সম্ভাবনা রয়েছে ছেলেদের আইপিএলের।

বিজ্ঞাপন