২০২৬ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত? মেসির কাছে এখনও ‘দেখা যাক’

২০২৬ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত? মেসির কাছে এখনও ‘দেখা যাক’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৮ ৫ সেপ্টেম্বর ২০২৫

লিওনেল মেসি তার আর্জেন্টিনা ক্যারিয়ারের এক বিশেষ রাত উদযাপন করলেন। ভেনেজুয়েলা ম্যাচটি ছিল ঘরের মাঠে তার দেশের জার্সিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। মাঠে ছিলেন তার পরিবার, তিন ছেলে জাতীয় সংগীতের সময় পাশে দাঁড়িয়ে। গ্যালারিতে ধ্বনিত হচ্ছিল, “ওলে, ওলে, ওলে… মেসি, মেসি!”—২০ বছরের ক্যারিয়ারের এক আবেগঘন মুহূর্ত।

৩-০ গোলে জয়ের পর মেসি বলেন, “এভাবে দেশের মাটিতে শেষ করার স্বপ্ন সবসময় দেখেছি। নিজের মানুষদের সঙ্গে এই অভিজ্ঞতা অসাধারণ।”

২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না জানতে চাইলে তিনি বললেন, “দেখা যাক। এখনো সিদ্ধান্ত নেই। দিনের পর দিন, ম্যাচ ধরে এগিয়ে যাওয়াই আমার নীতি। ভালো অনুভব করলে খেলি, না হলে না। বিশ্বকাপে খেলা নিয়ে এখনো ভাবছি।”

মেসি আরও যোগ করেন, “মৌসুম শেষ, প্রাক-মৌসুম এবং এমএলএসের ছয় মাসের প্রস্তুতি। তারপরই সিদ্ধান্ত নেব।”

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ হবে ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে। মেসি নিশ্চিত করেছেন, এই ম্যাচে তিনি অংশ নেবেন না। তবে ২০২৬ বিশ্বকাপে তার খেলার সিদ্ধান্ত এখনও অনিশ্চিত।

বিজ্ঞাপন