বৃহস্পতিবার , ০৪ সেপ্টেম্বর, ২০২৫ | ২০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ ৪ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস আন্তর্জাতিক মঞ্চে এখন সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করা বাংলাদেশি। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে ৪৬ বলে ৭৩ রান করে তিনি সেটি পূর্ণ করেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাকিব আল হাসান।
লিটন শুধু হাফসেঞ্চুরিতেই নয়, এক পরিসংখ্যানে মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে পৌঁছেছেন। ১৪১ ম্যাচে ৭৭টি ছক্কা হাঁকানো রিয়াদের সাথে সমান করতে লিটন মাত্র ১১০ ম্যাচে ছক্কা সংখ্যা ছুঁয়ে ফেলেছেন। একটি ছক্কা আরও হাঁকালে সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের নামে লিখিয়ে নেবেন তিনি।
ডাচ সিরিজে লিটন সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়েছেন। তিন ম্যাচে মোট সংগ্রহ ১৪৫ রান, যা এশিয়া কাপের প্রস্তুতিতে বাংলাদেশের জন্য বড় আত্মবিশ্বাস। যদিও সিরিজের আগে ব্যাটিং নিয়ে কিছু শঙ্কা ছিল, শেষ ম্যাচে তার খেলার ধারা সেই দুশ্চিন্তা কাটিয়ে দিয়েছে।
প্রথম দুই ম্যাচে টস জিতে শুরুতে বোলিং নেওয়ায় ব্যাটারদের পুরো পরীক্ষা নিতে পারেননি লিটন। কিন্তু শেষ ম্যাচে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালে লিটন ঝড়ো ইনিংস খেলেন। ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গে শুরুতে চমৎকার জুটি গড়ে ৭৩ রান করেন।
ফিল্ডিংয়ে নেদারল্যান্ডস কিছুটা দারুণ দিকের সম্ভাবনা মিস করলেও, শেষ মুহূর্তে জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহানের কয়েকটি দৃষ্টিনন্দন ছক্কার মাধ্যমে দারুণ দৃশ্য উপহার দেয়ার চেষ্টা করলেও বৃষ্টি খেলায় কিছুটা বাধা সৃষ্টি করে।
বিজ্ঞাপন