সাংবাদিকের প্রশ্নে চটে গেলেন হারিস রউফ

সাংবাদিকের প্রশ্নে চটে গেলেন হারিস রউফ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:১৩ ৩০ আগস্ট ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে শারজায় দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। ম্যাচে তিনি নিয়েছেন চার উইকেট, সঙ্গে ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়েছেন মেডেন উইকেট। তাঁর এমন পারফরম্যান্সে পাকিস্তান ৩৯ রানের জয়ে শুরু করেছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের মিশন।

জয়ের পরেও ক্ষোভের বিস্ফোরণ

এমন সাফল্যের দিনে স্বাভাবিকভাবেই খুশি থাকার কথা রউফের। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। বিষয়টি ছিল পাকিস্তানের ফিল্ডিং নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ফিল্ডিংকে “বাজে” মন্তব্য করায় চটে যান এই পেসার। সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন,

“আমার মনে হয় আপনি ম্যাচটা ঠিকমতো দেখেননি। আমাদের ফিল্ডিংয়ে তেমন কোনো ভুল হয়নি। আবার ম্যাচটা দেখলে বুঝবেন, আমরা ভালোই ফিল্ডিং করেছি।”

আন্তর্জাতিক ম্যাচ ‘প্রস্তুতি’ নয়

ত্রিদেশীয় সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজ বলায়ও আপত্তি জানান রউফ। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,

“আপনি বলছেন এটি প্রস্তুতির ম্যাচ, কিন্তু আমি মনে করি কোনো আন্তর্জাতিক ম্যাচই প্রস্তুতি হতে পারে না। প্রতিটি ম্যাচের আলাদা চাপ থাকে। দলের পরিকল্পনা অনুযায়ী খেলাটাই আসল।”

‘আন্ডারডগ’ হতে নারাজ পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজের আগে এক সাংবাদিক আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা দল বলেছিলেন। ম্যাচ শেষে রউফকে প্রশ্ন করা হয়, পাকিস্তান কি এই ম্যাচে আন্ডারডগ ছিল? রউফ সোজাসাপ্টা জবাব দেন,

“আমি কখনোই ভাবিনি কেউ আমাদের চেয়ে ফেবারিট। আমরাই সবচেয়ে বড় ফেবারিট।”

ম্যাচের চিত্র

শারজার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক সালমান আগার ফিফটির ওপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান তোলে পাকিস্তান। জবাবে আফগানিস্তান লড়াই করলেও শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতে ১৪৩ রানে গুটিয়ে যায়। জয়ের নায়ক ছিলেন হারিস রউফ, যিনি একাই চার উইকেট শিকার করেন।

পাকিস্তানের সামনে পরের চ্যালেঞ্জ

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক আরব আমিরাত খেলছে। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। অনেকেই এই সিরিজকে প্রস্তুতি হিসেবে দেখলেও পাকিস্তান শিবির সেটা মানতে নারাজ।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে স্বাগতিক আরব আমিরাতের।

বিজ্ঞাপন