ইতিহাসের একমাত্র ফুটবলার: চার ক্লাবে ১০০+ গোলের রেকর্ড রোনালদোর

ইতিহাসের একমাত্র ফুটবলার: চার ক্লাবে ১০০+ গোলের রেকর্ড রোনালদোর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০৪ ২৪ আগস্ট ২০২৫

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিহাসে প্রথম ফুটবলারের খেতাব অর্জন করলেন, যিনি চারটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ১০০ গোল করার কীর্তি গড়েছেন।

শনিবার (২৩ আগস্ট) সৌদি সুপার কাপ ফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচের ৯০ মিনিট শেষে স্কোর ছিল ২-২। ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। ওই গোলের মধ্য দিয়ে তিনি চার ক্লাবে ১০০+ গোলের রেকর্ড স্পর্শ করেন।

রোনালদোর আগে ক্যারিয়ারে ছিল এই অর্জনসমূহ:

ম্যানচেস্টার ইউনাইটেড: ১৪৫ গোল

রিয়াল মাদ্রিদ: ৪৫০ গোল

জুভেন্টাস: ১০১ গোল

ইতিহাসে তিনজন ফুটবলার আছেন যারা তিনটি ক্লাবে ১০০ বা তার বেশি গোল করেছেন – ইসিদরো ল্যাঙ্গারা, রোমারিও এবং নেইমার। তবে চার ক্লাবের রেকর্ড স্পর্শ করে রোনালদো এককভাবে শীর্ষে উঠে গেছেন।

যদিও এই বিশেষ রেকর্ড গড়ার দিনে শিরোপা হাতছাড়া করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।

বিজ্ঞাপন