সোমবার , ২১ জুলাই, ২০২৫ | ৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ ২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এক শোকবার্তায় বলেন—“উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।”
বাফুফের পক্ষ থেকে আরও বলা হয়, এই ভয়াবহ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হচ্ছে।
পৃথক এক শোকবার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলেছে—
“ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বিসিবি। এই হৃদয়বিদারক ঘটনায় আহত সকলের জন্য দোয়া রইলো।”
সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং ছড়িয়ে পড়ে ধোঁয়া। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত একাধিক হতাহতের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অন্তত ২০ জন ভর্তি আছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। বাফুফে ও বিসিবি— দুই সংগঠনই আহতদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ দেশের সব মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন