চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাবেন রোহিত–কোহলিরা!

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাবেন রোহিত–কোহলিরা!

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:১৯ ১৪ ফেব্রুয়ারী ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি, যেখানে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হবে দুই দল। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে ভারতীয় ক্রিকেট দল। তবে, এই সফরে রোহিত শর্মা, বিরাট কোহলি সহ কোন খেলোয়াড়ের সঙ্গেই তাঁদের পরিবার বা প্রেমিকা থাকবেন না।

এটি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর নতুন ভ্রমণনীতির অধীনে প্রথমবার কার্যকর হচ্ছে। বিসিসিআই এর এই নীতির আওতায়, ৪৫ দিনের অধিক সফরে খেলোয়াড়েরা তাঁদের পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন। চ্যাম্পিয়নস ট্রফির মত সংক্ষিপ্ত সময়ের টুর্নামেন্টে খেলোয়াড়দের পরিবারকে দলের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সূত্রের দাবি, যেহেতু এই সফর এক মাসের কম সময়ের, তাই খেলোয়াড়দের পরিবার তাঁদের পাশে থাকবে না। তবে, যদি কোনো বিশেষ পরিস্থিতি আসে, তবে খেলোয়াড়কেই সকল ব্যয়ভার বহন করতে হবে, বিসিসিআই কোন খরচ দেবে না।

বিসিসিআইয়ের নতুন নীতিতে বলা হয়েছে, খেলোয়াড়দের ৪৫ দিনের বেশি বিদেশ সফরে থাকলে, তারা একবার তাদের জীবনসঙ্গী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, তবে সেটা সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য। এই সিদ্ধান্তের কোনও ব্যতিক্রম হলে, খেলোয়াড়কে তার জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে।

চ্যাম্পিয়নস ট্রফির পর, ভারতীয় দলের খেলোয়াড়রা আগামী জুন-জুলাই-আগস্টে ইংল্যান্ড সফরের সময় তাদের পরিবারকে পাশে পাবেন, যেখানে দুটি সপ্তাহের উইন্ডোতে তাঁদের দেখা-সাক্ষাতের সুযোগ থাকবে।

এই নতুন ভ্রমণনীতি চালুর পর, ক্রিকেটাররা আরও মনোযোগী হয়ে ওঠে, এবং বোর্ড তাদের ব্যক্তিগত কর্মীদের হোটেলে থাকার অনুমতি দেয়নি।

বিজ্ঞাপন