বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ | ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১২:৫৫ ২১ জানুয়ারী ২০২৫
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির। ধারাবাহিক ব্যর্থতায় তাকে সহ্য করতে হয়েছে ব্যাপক সমালোচনা। এমনকি, বোর্ডের কঠোর অবস্থান এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অধ্যায় শেষ হতে পারে বলেও গুঞ্জন শোনা গিয়েছিল। তবে ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।
গাঙ্গুলীর মতে, "কোহলি এখনও ক্রিকেটকে অনেক কিছু দিতে পারেন।"
সবশেষ পার্থ টেস্টে সেঞ্চুরি করে স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কোহলি। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। এ নিয়ে কথা বলতে গিয়ে গাঙ্গুলী বলেন,
“বিরাট কোহলির মতো ক্রিকেটার এক জীবনে একবারই দেখা যায়, যেমন ঝুলন গোস্বামী আর মিতালি রাজ। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি সেঞ্চুরি করা অবিশ্বাস্য ব্যাপার। আমার মতে, তিনি সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা খেলোয়াড়।”
পার্থে সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ায় কোহলির ব্যাটিং প্রসঙ্গে তিনি আরও বলেন,
“পার্থে শতরানের পর আমি ভেবেছিলাম এটা তার জন্য একটি বড় সিরিজ হবে। কিন্তু ক্রিকেটে এমনটাই হয়। প্রত্যেক খেলোয়াড়েরই দুর্বলতা এবং শক্তির জায়গা থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- দুর্বলতার সাথে কিভাবে খাপ খাইয়ে নেওয়া যায়।”
কোহলির সাম্প্রতিক ফর্ম ও অবসর ইস্যুতে গাঙ্গুলী আরও যোগ করেন,
“সমালোচনা সত্ত্বেও আমি বিশ্বাস করি, কোহলির এখনও ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার বাকি আছে।”
কিংবদন্তি গাঙ্গুলীর এমন মন্তব্য নিঃসন্দেহে কোহলির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বিজ্ঞাপন