মেসির শিক্ষার অভাব আছে—বললেন মেক্সিকান ফুটবলার!

মেসির শিক্ষার অভাব আছে—বললেন মেক্সিকান ফুটবলার!

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮ ২১ জানুয়ারী ২০২৫

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ইন্টার মায়ামির হয়ে একটি ম্যাচে মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে তার করা এক ইঙ্গিতপূর্ণ আচরণ সমালোচনার জন্ম দিয়েছে।

প্রাক-মৌসুমের ম্যাচে টাইব্রেকারে ইন্টার মায়ামি ৩-২ ব্যবধানে জয়লাভ করে। কিন্তু ম্যাচ চলাকালে মেক্সিকান ক্লাবের সমর্থকরা মেসিকে উদ্দেশ্য করে দুয়ো দেওয়া শুরু করলে, তিনি উত্তরে হাতের তিন আঙুল উঁচিয়ে ধরেন। এতে তিনি ইঙ্গিত করেন আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়ের বিষয়টি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির এই আচরণের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে মেক্সিকোর সাবেক ফুটবলার আদোলফো বাউতিস্তা ক্ষোভ প্রকাশ করে বলেন,
‘খেলোয়াড় হিসেবে আমি তোমার প্রশংসা করি। কিন্তু আমার দেশকে নিয়ে মজা করাটা তোমার পেশাদারি এবং শিক্ষার অভাবকে বোঝায়।’

মেসির ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে পানামার ক্লাব স্পোর্তিং সান মিগুয়েলিতোর।

বিজ্ঞাপন