শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১০:৫৭ ১৭ জানুয়ারী ২০২৫
চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও ঢাকার সাব্বির রহমানের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তবে সাব্বির রহমান এ ঘটনাকে 'হিট অব দ্য মোমেন্ট' বলে দাবি করেছেন।
দেশের এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন,
"মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম আমার সিনিয়র। রেসপেক্টেড এবং লেজেন্ড ক্রিকেটার। এ রকম ক্রিকেটার বাংলাদেশে আসবে-ও না। ওনার হিট অব দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ (বড় ভাই)। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।"
ঘটনার সূত্রপাত বরিশালের ইনিংসের নবম ওভারে। ঢাকার দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করছিলেন তামিম ইকবাল ও ডেভিড মালান। সে সময় সাব্বির একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে বল বোলার কিংবা উইকেটকিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেলে দেন। ধারণা করা হয়, ব্যাটারকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এটি করেছিলেন তিনি। ক্রিকেটের পরিভাষায় এটি ‘ফেইক ফিল্ডিং’ নামে পরিচিত।
তামিম এই ঘটনাকে ভালোভাবে নেননি। ভিডিও ফুটেজে তামিমকে সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে শোনা গেছে,
"বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।"
তবে তার আরও কিছু বলার শব্দ স্পষ্ট শোনা যায়নি। উত্তপ্ত পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা এবং অনফিল্ড আম্পায়ার।
উল্লেখ্য, ম্যাচে ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে ফরচুন বরিশাল ২৪ বল ও ৮ উইকেট হাতে রেখে সহজ জয় পায়। তামিম ইকবাল ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না, তার পরিবর্তে নাজমুল হোসেন শান্ত অংশ নেন।
বিজ্ঞাপন