শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১২:২৫ ১৪ জানুয়ারী ২০২৫
অ্যান্ডারসন মানেই টেস্ট ক্রিকেটের কিংবদন্তি, তবে এবার ফিরছেন টি-টোয়েন্টিতে। ১১ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক পেসার জেমস অ্যান্ডারসন।
ইংল্যান্ড জাতীয় দলের বর্তমান পেস বোলিং কোচ জেমস অ্যান্ডারসন এবার নতুন ভূমিকায় ফিরছেন। ৪২ বছর বয়সী এই পেসার আসন্ন মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি খেলবেন টি-টোয়েন্টি ব্লাস্টেও।
ছোট সংস্করণের ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৪ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে। জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন আরও আগে, ২০০৯ সালে। ২৫ বছর আগে স্বীকৃত ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়েই পথচলা শুরু করেছিলেন অ্যান্ডারসন। এবার এক মৌসুমের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করায় তিনি ভীষণ উচ্ছ্বসিত।
‘ল্যাঙ্কাশায়ারের হয়ে নতুন চুক্তি স্বাক্ষর করে এবং আবারও মাঠে নামার সুযোগ পেয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। ছোটবেলা থেকেই এই ক্লাব আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। লাল ও সাদা বলের ক্রিকেটে দলকে সাহায্য করতে মুখিয়ে আছি।’
গত মৌসুমে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন অ্যান্ডারসন। সেখানেই ৩৫ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন। এবার নতুন করে নিজেকে প্রস্তুত করছেন আসন্ন মৌসুমের জন্য।
ইংল্যান্ড দলের কোচিংয়ের দায়িত্ব পালন করার পাশাপাশি নিয়মিত নিজের ফিটনেস ঝালিয়ে নিচ্ছেন এই পেসার। তিনি বলেন, ‘ফিটনেসের মান উঁচু রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। কোচিংয়ের সময়ও বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছি।’
এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কাউন্টি মৌসুমে অ্যান্ডারসনের এই প্রত্যাবর্তন তার ভক্ত ও সমর্থকদের জন্য বিশেষ কিছু। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী হয়েও খেলোয়াড়ি জীবনের প্রতি তার এই অঙ্গীকার সত্যিই প্রশংসার দাবি রাখে।
অ্যান্ডারসনের এই প্রত্যাবর্তন শুধু ল্যাঙ্কাশায়ার নয়, ক্রিকেট ভক্তদের জন্যও বিশেষ কিছু। দেখা যাক, নতুন মৌসুমে তিনি কীভাবে নিজেকে প্রমাণ করেন।
বিজ্ঞাপন