শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি ; সংগৃহীত
প্রকাশিত: ১২:০৮ ১৪ জানুয়ারী ২০২৫
এফএ কাপের তৃতীয় রাউন্ডে ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ড্র করার পর টাইব্রেকারে ৫-৩ গোলে হার মানতে হয় আর্সেনালকে। এই ম্যাচে গোল মিস এবং টাইব্রেকারে শট ব্যর্থ করায় সমালোচনার মুখে পড়েছেন আর্সেনালের জার্মান তারকা কাই হাভার্টজ। তবে সমালোচনার মাত্রা ছাড়িয়ে যায়, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাভার্টজের অনাগত সন্তান হত্যার হুমকি দেয়া হয়।
হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ, যিনি বর্তমানে অন্তঃসত্ত্বা, ইনস্টাগ্রামে দুটি হুমকি বার্তা শেয়ার করেন। সেই বার্তাগুলোতে তাদের বাসায় এসে সন্তান হত্যার হুমকি দেয়া হয়। এই ঘটনায় সোফিয়া স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে লেখেন, “কেউ যদি এমন বার্তাকে স্বাভাবিক মনে করেন, তবে তা আমার জন্য বিশাল ধাক্কা। আশা করি, আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন।”
ঘটনার তদন্তে ইতিমধ্যেই আর্সেনাল ক্লাব সক্রিয় ভূমিকা নিয়েছে। সাইবার নিরাপত্তা এবং ডাটা টেকনোলজি কোম্পানি সাইনিফাই-এর সহযোগিতায় দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। আর্সেনাল কর্তৃপক্ষ এই ধরনের আচরণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
এমন ঘটনায় ক্রীড়া জগতে খেলোয়াড়দের প্রতি সম্মান ও মানবিক আচরণের গুরুত্ব আরও একবার সামনে এসেছে।
বিজ্ঞাপন