গার্দিওলার লড়াইয়ের বার্তা: হার মানতে নয়, নতুন শুরুতে বিশ্বাস

গার্দিওলার লড়াইয়ের বার্তা: হার মানতে নয়, নতুন শুরুতে বিশ্বাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৮ ২ ডিসেম্বর ২০২৪

রবিবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়ল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এই হারে পাঁচ নম্বরে নেমে গেছে সিটি, পয়েন্ট ২৩।  

ম্যাচ চলাকালীন গার্দিওলাকে উদ্দেশ্য করে লিভারপুল সমর্থকেরা বিদ্রূপ করে বলছিলেন, “কাল সকালেই তোমার চাকরি যাবে।” তবে গার্দিওলা ছয় আঙুল উঁচিয়ে তার অধীনে সিটির জেতা ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপার দিকে ইঙ্গিত করে জবাব দেন।  
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, “লিভারপুলের দর্শকদের কাছ থেকে এমন কিছু আশা করিনি, তবে এটি খেলার অংশ। বাস্তবতাটা মেনে নিয়ে আবার শুরু করতে হবে।”  
ম্যাচে লিভারপুল শট নেয় ১৮টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। সিটির শট ছিল মাত্র ৮টি এবং মাত্র ২টি লক্ষ্যে ছিল। গার্দিওলা তার দলের এমন অবস্থায় হতাশ হলেও হাল ছাড়তে নারাজ।  
গার্দিওলা আরও বলেন, *“লিভারপুলকে শুভেচ্ছা। আমরা রিসেট করে শূন্য থেকে শুরু করব। বিপদে পড়ে আমি কখনও হাল ছাড়িনি। এই খেলোয়াড়দের পাশে থাকব, যেভাবে আমার বাবা-মা আমার পাশে ছিলেন।”*   
লিভারপুল শীর্ষে ৩৪ পয়েন্ট নিয়ে আর ম্যানসিটি পিছিয়ে রয়েছে ১১ পয়েন্টে। সামনে গার্দিওলার দলের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

বিজ্ঞাপন