সোমবার , ০১ ডিসেম্বর, ২০২৫ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ১২:০৫ ৩০ নভেম্বর ২০২৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রোভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আলীনুর রহমান, হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো: মিজানর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, কলা, অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মতিনুর রহমান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী প্রমুখসহ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী ও অন্য শিক্ষার্থীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব। জাতীয় ঐক্যের জন্য তাঁর উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। ১৯৮১ সাল থেকে তিনি গণতন্ত্রের নেতৃত্ব দিয়ে আসছেন এবং বহু জুলুম-নির্যাতন সহ্য করেছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনায় আরও বেশি বেশি দোয়া করব। দোয়ার মাধ্যমে হায়াত বৃদ্ধি হয়। আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।
