সংস্কারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

সংস্কারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

সড়ক সংস্কারের দাবিতে পাঁচ ঘন্টা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (৩০ নভেম্বর) বেলা এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়ক অবরোধ করেন তারা। পরে কুষ্টিয়া-ঝিনাইদহ জেলা প্রতিনিধি উপস্থিত হয়ে আজ থেকেই কাজ শুরুর আশ্বাস দিলে বিকাল ৪টার দিকে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান, কুষ্টিয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, ঝিনাইদহের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপ-বিভাগ প্রকৌশলী জিয়া উদ্দিন  ও সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসানুল কবির, শৈলকূপা উপজেলার এসি ল্যান্ড এস এম সিরাজুল সালেহীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর প্রফেসর ড. খাইরুল ইসলাম, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল রাহাত, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক শামীম ও অন্য নেতাকর্মীসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা গাছের গুঁড়ি দিয়ে সড়কের দুইপাশ অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রীরা। তারা বলেন, এ রকম হুটহাট রাস্তা আটকে দিলে দূরের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। আমরাও এই সড়ক সংস্কার চাই, কিন্তু অবরোধের কথা আমাদের আগেই জানিয়ে দিলে আমরা এ সড়কে আসতাম না।

আন্দোলনকারীর বলেন, ইবি থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের বড় অংশ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও যাত্রীরা মৃত্যু ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছেন। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা দুই জেলার প্রশাসনকে বাধ্য করে আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিতে চাই। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

তাদের দাবি, আজকে থেকেই খুলনা-কুষ্টিয়া মহাসড়কের সংস্কার  কাজ শুরু করতে হবে।  কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার প্রতিনিধি যে আশ্বাস দিয়েছেন তার দৃশ্যমান পদক্ষেপ না দেখলে পেলে আগামী সপ্তাহের রবিবার থেকে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

কুষ্টিয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, কুষ্টিয়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। আর টেন্ডারের মাধ্যমে পুরোপুরি সংস্কার কাজ, সেটিও তারপরে যথাসময়ে শুরু হবে। ততদিন পর্যন্ত আমাদের যে যেই অংশ রাস্তা ক্ষতিগ্রস্ত আছে, সেই অংশগুলো আমাদের যতদূর আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব দ্রুত সম্ভব।

ঝিনাইদহের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান ভোগান্তি সৃষ্টিতে ক্ষমা প্রার্থনা করে বলেন, কালকে থেকে দুইটা করে ট্র্যাকের মাধ্যমে যতদিন মূল কাজ শুরু না হয় ততদিন পর্যন্ত আমাদের মেরামত কাজ চলবে। এছাড়া নিয়মিত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপডেট জানাবো। যেসব শিক্ষার্থীরা মনে কষ্ট পেয়েছেন এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আমরা এসব বিষয়ে আরো সিরিয়াস হবো। 

বিজ্ঞাপন

https://moreshopbd.com/