সোমবার , ১১ আগস্ট, ২০২৫ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:০০ ৯ আগস্ট ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন,
“তারেক রহমানের প্রস্তাব শুধু রাজনৈতিক নয়, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ও প্রশাসন—সব ক্ষেত্রেই ইতিবাচক ও গঠনমূলক পরিবর্তন আনতে সক্ষম। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে পারস্পরিক হিংসা, প্রতিহিংসার কালচার গড়ে উঠেছে, তা জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এ সংস্কৃতি থেকে বের হয়ে আসা জরুরি।”
সরকারের নীতি-নির্ধারণের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন,
“ওষুধশিল্প নীতি থেকে শুরু করে সরকারের অনেক সিদ্ধান্তই জনস্বার্থবিরোধী। শুধু ভোটের অধিকার নয়, মানুষের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করাই হবে আমাদের লক্ষ্য।”
তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে ড্যাবের ভূমিকার প্রশংসা করেন এবং চিকিৎসকদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন