বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:২৫ ৭ ডিসেম্বর ২০২৪
জুলাই আন্দোলনে নৃশংসতার বর্ণনা দিয়ে সারজিস আলম বলেন, এখনও যারা সাফাই গাইছে, তারা শেখ হাসিনার রেখে যাওয়া কীট। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন করে ফিরে আসতে চাইছে। তাদের প্রতিহত করতে প্রয়োজন ছাত্র-জনতার আন্দোলন। আবারও সড়কে নামার হুঁশিয়ারি দেন সারজিস আলম।
শনিবার চট্টগ্রাম নগরের প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রামের ১০৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
এ সময় তিনি বলেন, যারা এই আন্দোলন নিয়ে সাফাই গাইছে, তারা শেখ হাসিনার রেখে যাওয়া কীট। এসব কীটদের যদি পাখা গজায় তাহলে আজ থেকে ৫ বছর পর তারা শহীদ পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই খুনিরা যেন কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ না পায় সে জন্য সচেতন থাকতে হবে। প্রয়োজনে আবারও জীবন বাজি রাখতে আমরা প্রস্তুত।
বিজ্ঞাপন