শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:৩৮ ৬ নভেম্বর ২০২৪
শপথ অনুষ্ঠানে কাঁদলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার নবনির্বাচিত জেলা আমিরের শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় পঞ্চগড় জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যাপক ইকবাল হোসাইনকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ ও টিম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চল অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। ২য় বারের মতো জেলা আমিরের দায়িত্ব পাওয়ায় শপথের সময় আবেগে আপ্লুত হয়ে কেঁদে দেন নবনির্বাচিত জেলা আমির।
শপথ গ্রহণ শেষে জেলা জামায়াতের আমির মাওলানা মো. ইকবাল হোসাইন বলেন, ‘শপথের মাধ্যমে নতুনভাবে যে দায়িত্ব গ্রহণ করেছি, এটা অনেক দায়িত্ব। ইসলামী আন্দোলনের কর্মীদের এই দায়িত্ব এড়িয়ে যাবারও সুযোগ নেই।’ একই সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালনে রুকনদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যাপক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মো. আব্দুল হাকিম।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা তারবিয়াত সেক্রেটারি শাহীদ আল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৪ অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় সংগঠন ২০২৫-২৬ কার্যকালের জেলা ও মহানগর আমিরদের নাম ঘোষণা করেন। এর আগে, আনুষ্ঠানিকভাবে এক সদস্য সম্মেলনে পঞ্চগড়ের রুকনেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিজ্ঞাপন