মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় ১২২ জেলে আটক, জব্দ ১৯ বোট

মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় ১২২ জেলে আটক, জব্দ ১৯ বোট

মোরনিউজ ডেস্ক
মোরনিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:৪৬ ২৯ আগস্ট ২০২৫

মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ১২২ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় ১৯টি ফিশিং বোটও জব্দ করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে যাওয়া ২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গাসহ মোট ১২২ জেলে আটক হয়।

আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, জেলেদের নিরাপত্তা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন