মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
একজন শিক্ষক
লক্ষ ঘড়া মোহরের থেকেও দামী।
একজন সৎ বন্ধু
ঝুরিনাম বটবৃক্ষ অনুগামী।
একজন প্রেমিকা
লক্ষ নোবেল পুরস্কারের রেপ্লিকা।
একজন পিতা
সীতার চেয়ে বেশী দেন অগ্নিপরীক্ষা।
একজন রাঁধুনী
ক্ষুধার্তকে প্রশ্ন করে না কেন চুল বাঁধনি।
একজন মা
বৃষ্টি তাঁর সন্তান, মেঘ সৃষ্টি তাঁর গর্ভযন্ত্রণা।