শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ | ৩০ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০৯:০৮ ১৩ নভেম্বর ২০২৫
বাংলা সাহিত্যের দিকপাল, ঊনবিংশ শতাব্দীর বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী আজ। কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় ১৮৪৭ সালের ১৩ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী বিষয়ে তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে নানান আয়োজনে পালিত হচ্ছে। কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের আজকের দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামে মামার বাড়িতে জন্ম গ্রহণ করেন। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী নবাব স্টেটে বসবাস করতেন। এখানেই তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। পরে পদমদীতে তাকে সমাহিত করা হয়। এখানে তার স্মৃতি রক্ষার্থে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দর্শনার্থী বলেন, মীর মশাররফ হোসেন আমাদের বালিয়াকান্দি তথা রাজবাড়ী জেলার গর্ব। তার জন্মদিনটি প্রতি বছরই নামমাত্র অনুষ্ঠান মালার মাধ্যমে শেষ হয়।
রাজবাড়ীতে মীর মোশাররফ হোসেন জমি উদ্ধার করা তার নামে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এবং মীর মোশারফ হোসেন রচনা সমগ্র বাংলা একাডেমি কর্তৃক সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা হোক বলে দাবী জানান অনেকরই।
