মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০১:২৯ ২৩ অক্টোবর ২০২৫
আজ শুভ ভাইফোঁটা—ভাইবোনের চিরন্তন সম্পর্ক, ভালোবাসা ও আশীর্বাদের এক অনন্য উৎসব। এই দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে।
প্রথা অনুযায়ী, বোন প্রথমে ভাইয়ের কপালে ফোঁটা দেয়, মাথায় রাখে ধান ও দুর্বা ঘাসের শীষ। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঘরবাড়ি। এরপর বোন ভাইকে আশীর্বাদ বা প্রণাম জানায়—যে বড়, সে আশীর্বাদ করে; ছোট হলে প্রণাম করে। পরে বোন ভাইয়ের মুখে মিষ্টি তুলে দেয় এবং ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার প্রদান করে। ভাইও নিজের সাধ্য অনুযায়ী বোনকে উপহার দেয়।
ধর্মীয় বিশ্বাসে বলা হয়—কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা তার ভাই যমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আশীর্বাদ পেয়েছিলেন। সেই থেকেই এই দিনটি পরিচিত ‘যম দ্বিতীয়া’ নামে। পুরাণ মতে, যিনি এই দিনে যমুনায় স্নান করে যমরাজ ও দেবী যমুনার পূজা করেন, তার অকালমৃত্যু হয় না এবং জীবনের কষ্ট দূর হয়।
যমুনাকে সূর্যকন্যা ও দেবীস্বরূপা হিসেবে মানা হয়, যিনি সকল দুঃখ ও দারিদ্র্য দূর করেন। তাই এই দিনে যমুনা ও যমরাজের আরাধনা বিশেষ তাৎপর্যপূর্ণ।
তবে ধর্মীয় আচার ছাড়াও ভাইফোঁটা আজ এক সাংস্কৃতিক উৎসব, যেখানে ভালোবাসা, যত্ন ও পারিবারিক বন্ধনের উষ্ণতা ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে।
ভাই-বোনের হাসি, মিষ্টির ঘ্রাণ আর আশীর্বাদের ছোঁয়ায় ভরে ওঠে দিনটি।
