শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সুভাষ রায় কৃষ্ণ নগর, নদীয়া।
প্রকাশিত: ১০:৫৯ ২৪ সেপ্টেম্বর ২০২৪
ভালোবাসার হাতটা বারাও
ধর্ম রাখো দূরে,
মানবতার কাছে ধর্ম
গেছে আস্তাকুঁড়ে ।
যে শিশুটা পায়না খেতে
তারে আদর করো,
অন্ধ নুলো বোবা কালার
হাতটা হাতে ধরো।
কোন্ ধর্ম কোন্ বর্ণ
বিচার্য নয় সেটা,
তোমার সাথে থাকবে সতত
মুক্ত মানবতা।
ধর্ম বাজের ধর্মবাজী
চলছে চিরকাল,
সমাজ তাতে পায়না কিছু
মানুষ বেসামাল।
ধর্ম নিয়ে বিশ্বজোড়া
শুধুই হানাহানি,
মানবতার উড়াও ধ্বজা
মুক্ত করো গ্লানি।
বিজ্ঞাপন