বৃহস্পতিবার , ০৪ সেপ্টেম্বর, ২০২৫ | ২০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:৩৮ ৪ সেপ্টেম্বর ২০২৫
হলিউডের ইতিহাসে অন্যতম সফল হরর ফ্র্যাঞ্চাইজি ‘দ্য কনজুরিং’ আবারও দর্শকদের মাঝে ভয় জাগাতে প্রস্তুত। এ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির আটটি সিনেমা মুক্তি পেয়েছে, যার প্রতিটিই বক্স অফিসে সাফল্য এনেছে। সর্বশেষ ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ করোনা মহামারির মাঝেও আশাতীত জনপ্রিয়তা পেয়েছিল।
চার বছর পর এবার মুক্তি পাচ্ছে নবম কিস্তি ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’। আগামী ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও বড় পর্দায় দেখা যাবে এই সিনেমা।
মাইকেল শ্যাভস পরিচালিত নতুন এ কিস্তিতে আবারও দেখা যাবে প্যাট্রিক উইলসন ও ভেরা ফারমিগাকে। তাঁরা এড ও লরেন ওয়ারেন চরিত্রে অভিনয় করছেন, যাঁরা প্যারানরমাল তদন্তকারী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। প্রযোজক হিসেবে আগের মতোই যুক্ত আছেন জেমস ওয়ান ও পিটার সাফরান।
এবারের কাহিনি তৈরি হয়েছে ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার স্মার্ল পরিবারকে ঘিরে ঘটে যাওয়া ভয়ংকর এক অলৌকিক ঘটনার ওপর। দম্পতি জ্যাক ও জ্যানেট স্মার্ল তাঁদের বাড়িতে অদ্ভুত গন্ধ, ভীতিকর শব্দ, কালো ছায়া এবং শারীরিক আঘাতের মতো ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হন। পরবর্তীতে তাঁরা বিষয়টি প্রকাশ্যে আনেন, যা সে সময় সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং তাঁদের লেখা বইয়েও স্থান পায়।
সব মিলিয়ে, আগের ধারাবাহিকতার মতোই ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ হতে চলেছে ফ্র্যাঞ্চাইজির আরেকটি সফল সংযোজন। হররপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে বড় পর্দায় এক রোমহর্ষ অভিজ্ঞতা হয়ে উঠবে।
বিজ্ঞাপন