বৃহস্পতিবার , ০৪ সেপ্টেম্বর, ২০২৫ | ২০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ ৩ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে এক কনসার্টে পারফর্ম করেছেন। তবে এই অনুষ্ঠানে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি করেছে।
কনসার্ট চলাকালীন এক নারী ভক্ত আচমকা মঞ্চে উঠে পড়েন। এরপর তিনি গানের তালে তালে অদ্ভুতভাবে নাচতে শুরু করেন এবং ঠোঁট মিলিয়ে গানকে আরও ‘উজ্জীবিত’ করার চেষ্টা করেন। একপর্যায়ে নাচতে নাচতে তিনি মঞ্চ থেকে নেমে যান।
এই ঘটনার একটি ভিডিও দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখার পর নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। অনেকে তরুণীর আচরণকে অস্বাভাবিক উল্লেখ করেছেন, কেউ কেউ তার মানসিক সুস্থতাও নিয়ে প্রশ্ন তুলেছেন।
একজন লিখেছেন, “সংগীত মানুষকে পাগল, অস্বাভাবিক ও পঙ্গু করে দিয়েছে। এমন মানুষ দেখলে হাসি আসে।” অন্য একজন মন্তব্য করেছেন, “এটি চরম মূর্খতা, মানুষ মনে করে এমন কাজ তাদের আধুনিক ও আপডেটেড করে।”
শুধু ওই নারী ভক্তই নয়, আতিফ আসলামও সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি তার বাবা মারা গিয়েছেন, তবুও তিনি কনসার্ট চালিয়ে যাচ্ছেন, যা কিছু দর্শকের কাছে বিতর্কিত মনে হয়েছে।
এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আলোচনা থেমে নেই। অনেকেই শিল্পীর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, আবার কেউ কেউ তরুণীর আচরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন।
বিজ্ঞাপন