জনপ্রিয় ‘তরুণী’ টিকটকারের ছদ্মবেশে ১৮ বছরের যুবক গ্রেপ্তার!

জনপ্রিয় ‘তরুণী’ টিকটকারের ছদ্মবেশে ১৮ বছরের যুবক গ্রেপ্তার!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:৫১ ২৪ আগস্ট ২০২৫

মিশরে ‘ইয়াসমিন’ নামে পরিচিত এক জনপ্রিয় টিকটকার আসলে ১৮ বছর বয়সী ছাত্র আবদুল রহমান, যে তরুণীর ছদ্মবেশে ভিডিও পোস্ট করতেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফলোয়ার ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যেই তিনি এ কৌশল অবলম্বন করেছিলেন।

মিশরীয় পুলিশ জানায়, তারা ওই অ্যাকাউন্ট থেকে অনুপযুক্ত ভিডিও আপলোডের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। পরে আবদুল রহমানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন, দর্শকদের প্রতারিত করা, ভিউ বৃদ্ধি, অর্থ উপার্জন ও বিজ্ঞাপন পেতে তরুণীর ছদ্মবেশ ধারণ করেছিলেন।

তদন্তের অংশ হিসেবে তার ফোন ও সব অনলাইন প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট জব্দ করা হয়। চার দিন হেফাজতের পর তিনি ৫ হাজার মিশরীয় পাউন্ডে জামিন পান।

আবদুল রহমানের প্রতিবেশীরা জানিয়েছেন, তাকে কখনও সন্দেহজনক বা অস্বাভাবিক আচরণে দেখেননি। তারা তাকে সাধারণ যুবক হিসেবে চেনেন।

এই ঘটনা অনলাইনে নেটিজেনদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে এবং অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের অনলাইনে কৌশল ও নৈতিকতার বিষয় নিয়ে নতুন আলোচনার উদ্রেক করেছে।

বিজ্ঞাপন