সোমবার , ০১ সেপ্টেম্বর, ২০২৫ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ ২৩ আগস্ট ২০২৫
বলিউডের বহুল আলোচিত ও সেনসেশনাল হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও ফিরছে নতুন চমক নিয়ে। তবে এবার থাকছেন না আগের কিস্তির জনপ্রিয় মুখ সানি লিওন। তার পরিবর্তে উষ্ণতা ছড়াতে প্রস্তুত দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।
প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’-এর প্রাথমিক কাজ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, একতা কাপুর দীর্ঘদিন ধরে ছবিটির নতুন কিস্তি তৈরির পরিকল্পনা করছিলেন। অবশেষে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে এবং চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু হতে পারে।
২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি, আর ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে আলোড়ন তোলে ‘রাগিনী এমএমএস ২’। এবার তৃতীয় কিস্তিতে ভৌতিক আবহে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন ‘মিল্ক বিউটি’খ্যাত তামান্না।
সূত্র জানায়, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে চিত্রনাট্য নিয়ে বৈঠক করেছেন একতা কাপুর। গল্পের ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি বেশ অবাক হয়েছেন।
সিনে-বিশ্লেষকদের মতে, তামান্নার প্রথমবার ভৌতিক-ইরোটিক ঘরানায় অভিনয় এবং একতা কাপুরের পরিকল্পনা মিলিয়ে ‘রাগিনী এমএমএস থ্রি’ ঘিরে বলিউডে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন