• শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মুশফিকের ১০০তম টেস্টকে ঘিরে বিরাট আয়োজন বিসিবি ও ক্রিকেটপ্রেমীদের

মুশফিকের ১০০তম টেস্টকে ঘিরে বিরাট আয়োজন বিসিবি ও ক্রিকেটপ্রেমীদের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০৪ ২৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা ব্যাটার মুশফিকুর রহিম টেস্ট ক্যারিয়ারে বিশেষ এক মাইলফলকের সামনে দাঁড়িয়েছেন। মাত্র দুই ম্যাচ খেললেই তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম (১০০) টেস্ট সম্পন্ন করবেন। এই অর্জন শুধু মুশফিকের ব্যক্তিগত ইতিহাস নয়, দেশের ক্রিকেটের জন্যও এটি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই এই বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য বড় পরিকল্পনা গ্রহণ করেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, "একশো টেস্ট ম্যাচ খেলা বিরাট অর্জন। এটি আমাদের দেশের জন্য প্রথমবারের ঘটনা, এবং এটি যথাযথভাবে উদযাপন করা উচিত। শুধু বোর্ড নয়, ক্রিকেটপ্রেমিরাও এটি উদযাপন করবেন।"

মুশফিকের শততম টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যা হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। চলতি সপ্তাহে বিসিবি ঘোষণা করবে, কে নেতৃত্ব দেবেন টেস্ট সিরিজে।

৩৮ বছর বয়সী মুশফিকুর রহিম এখন পর্যন্ত ৯৮ টেস্টে খেলেছেন, ১২টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির মাধ্যমে ৩৮.১০ গড়ে মোট ৬,৩২৮ রান করেছেন। টেস্ট ম্যাচ খেলার দিক থেকে মুশফিকের পরেই আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল হক (৭৩ ম্যাচ)। এছাড়া সাকিব আল হাসান ৭১, তামিম ইকবাল ৭০ এবং মোহাম্মদ আশরাফুল ৬১ টেস্ট খেলেছেন।

টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল চট্টগ্রামে চলে যাবে। সেখানে বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/