এশিয়া কাপ ১৪ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান, কিন্তু গ্রাফিকসে শুধু ফাঁকা ঘর

এশিয়া কাপ ১৪ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান, কিন্তু গ্রাফিকসে শুধু ফাঁকা ঘর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:১৯ ১২ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানই থাকলেও হঠাৎ এক পোস্টারে সেটি ফাঁকা রাখা হয়েছে। আইপিএল দল পাঞ্জাব কিংস তাদের এক্স হ্যান্ডলে শেয়ার করা গ্রাফিকস কার্ডে ভারতের প্রতিপক্ষের ঘরে কোনো দলের নাম বা পতাকা নেই। পোস্টারে শুধু সূর্যকুমার যাদব ও শুবমান গিলের ছবি রয়েছে।

এর আগে ভারতের প্রথম ম্যাচে ঠিকই প্রতিপক্ষের নাম ও লোগো দেখা গিয়েছিল। তবে এবার রাজনৈতিক কারণে পাকিস্তানের নাম উহ্য রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। এপ্রিলের শেষ সপ্তাহে কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশ সংঘাতের মুখে পড়েছে।

কয়েকজন সাবেক ক্রিকেটার যেমন হরভজন সিং ও কেদার যাদব এ ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন। এমনকি ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের জন্য পিআইএল আবেদনও হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে।

পাঞ্জাব কিংসের পোস্টারের এই কৌশল চমক এবং প্রচারণায় ভক্তদের নজর কাড়তে সফল হয়েছে। যেখানে আরব আমিরাত ম্যাচের পোস্টার দেখার সংখ্যা সাড়ে পাঁচ হাজার, ভারত–পাকিস্তান ম্যাচের পোস্টার দেখা হয়েছে চার লাখের বেশি বার এবং এসেছে হাজারের বেশি মন্তব্য।

বিজ্ঞাপন